থেরাপিউটিক

থাইরোটক্সিকসিস রোগীর জন্য I-131 থেরাপিঃ
যথাযথ মূল্যায়ন এবং সঠিক নির্দেশিকা অনুযায়ী প্রতি বছর প্রায় ৩০০ থাইরোটক্সিকসিস নতুন রোগীকে I-131 থেরাপি প্রদান করা হয়। থেরাপির ফলপ্রসূ প্রভাব এবং জীবন মান বজায় রাখার জন্য এই রোগীদের নিয়মিত ফলো-আপ এ রাখা হয়।

থাইরয়েড ক্যান্সার রোগীর জন্য I-131 থেরাপিঃ
থাইরয়েড অপারেশন (সম্পূর্ন অথবা প্রায় সম্পূর্ন Thyroidectomy) সম্পন্ন হওয়ার পরে I-131 থেরাপি প্রদান করা হয়। প্রতি বছর প্রায় ৫৫০ নতুন রোগীকে I-131 থেরাপি প্রদান করা হয়ে থাকে। এইসব রোগীদের নিয়মিত I-131 স্ক্যান এবং Tg, Anti TgAb TSH পরিমাপণের মাধ্যমে নিয়মিত ফলো-আপ এ রাখা হয় ।

বর্তমানে দুই ধরনের থেরাপি কার্যক্রমই সন্তোষজনকভাবে চলছে। থাইরয়েড ক্যান্সার এবং থাইরোটক্সিকসিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।