ইন-ভিট্রো বিভাগ

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) এর ইনভিট্রো বিভাগের অধীনে দুইটি দক্ষ ও কার্যকর রেডিওইমিউনোঅ্যাসে গবেষণাগার (Radioimmunoassay Laboratory) এবং কেমিলুমিনেসেন্ট ইমিউনোঅ্যাসে গবেষণাগার(Chemiluminescent Immunoassay Laboratory) রয়েছে। Radioimmunoassay (RIA) এবং অত্যাধুনিক Chemiluminescent Immunoassay (CLIA) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অত্র ইনস্টিটিউট এর ইন ভিট্রো বিভাগে Serum Total T4 (T4), Serum Total T3 (T3), Free T3 (FT3), Free T4 (FT4), Serum Thyroid Stimulating Hormone (TSH), Luetinizing Hormone (LH), Serum Follicular Stimulating Hormone (FSH), Serum Prolactin, Serum Progesterone, Serum Testosterone, Prostate Specific Antigen (PSA), Thyroglobulin (Tg), Parathormone (PTH), Thyroglobulin Antibody (TgAb), Thyroperoxidase Antibody (TPOAb), Alpha Feto Protein (AFP), Estradiol (E2), Calcitonin, Cortisol, Serum Calcium এবং Serum Vitamin D সূক্ষ্ম ও সুচারূরুপে পরিমাপ করা হয়। এখানে উল্লেখ্য যে বর্তমানে CLIA পদ্ধতিতে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট সরবরাহ করা হচ্ছে এবং ল্যাবরেটরী ইনফরমেশন সিস্টেম চালু হওয়াতে রক্ত সংগ্রহ থেকে রিপোর্ট সরবরাহ, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে । এছাড়াও নবজাতকের জন্মগত রোগ সনাক্তকরণ (Newborn Screening) কর্মসূচির মাধ্যমে Dissociation Enhanced Lanthanide Fluorescence Immunoassay (DELFIA) প্রযুক্তি নির্ভর Dried Blood Spot (DBS) পদ্ধতি ব্যবহার করে নবজাতক শিশুর জন্মগত হাইপোথাইরয়েডিজম (Congenital Hypothyroidism) নির্ণয়ে অত্র ইনস্টিটিউট এর ইনভিট্রো বিভাগ বাংলাদেশে অগ্রগামী ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিরাজমান করোনা মহামারির প্রাদুর্ভাব ও প্রভাব উদ্বেগজনকভাবে পরিলেক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্ত এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক পরিচালিত ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্স (নিনমাস) এর ইন-ভিট্রো বিভাগে U.S Food and Drug Administration (FDA) কর্তৃক Emergency Use Authorization (EUA) এর আওতায় স্বীকৃতিপ্রাপ্ত ADVIA Centaur SARS-CoV-2(IgG) পরীক্ষা করা হচ্ছে। উক্ত পরীক্ষার মাধ্যমে নমুনা প্রদানকারী ব্যাক্তি নিজের শরীরে এন্টিবডির উপস্থিতি এবং সংক্রমণের মাত্রা সম্পর্কে অবগত হতে পারবেন যা তাকে ব্যাক্তিগত নিরাপত্তা এবং জরুরী প্রয়োজন সাপেক্ষে অন্য কোন আক্রান্ত ব্যাক্তির প্লাজমা থেরাপির জন্য প্লাজমা দানের ব্যাপারে উৎসাহী ও সহায়তা করবে ।

প্রসঙ্গত উল্লেখ্য যে , Antibody Test কোন অবস্থাতে রোগ সনাক্তকরনের কাজে ব্যাবহার করা হবে না এবং এটি শুধুমাত্র Serosurveillance , Research ও Convalescent Plasma Therapy এর কাজে ব্যাবহার করা হবে।

*** বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানাঃ-

ইন-ভিট্রো বিভাগ , ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্সস (নিনমাস)

ব্লক ডি , ১০ তলা, বি এস এম এম ইউ ক্যাম্পাস , শাহবাগ , ঢাকা-১০০০ ।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)

(বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান)