মেডিকেল ফিজিক্স বিভাগ


চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিদ্যার প্রয়োগই হচ্ছে মেডিকেল ফিজিক্স । বর্তমানে নিনমাস এ একাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন, অত্যাধুনিক এবং উচ্চ কারিগরী সম্পন্ন যন্ত্রপাতি স্থাপিত হওয়ায় এবং এ বিষয় সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় মেডিকেল ফিজিক্স বিভাগ চালু করা হয়েছে । মেডিকেল ফিজিস্টগণ মেডিকেল ফিজিক্স বিভাগের অধীনে নিম্নলিখিত কার্যক্রম সমূহ পরিচালনা করে থাকেন ।



* সকল নিউক্লিয়ার মেডিসিন যন্ত্রপাতির রুটিন কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম পরিচালনা করেন ।
* সকল নতুন নিয়ক্লিয়ার মেডিসিন যন্ত্রপাতির Installation তত্বাবধান করেন এবং Acceptance Testing সম্পন্ন করেন ।
* রোগীর Dosimetry সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন ।
* সকল নিউক্লিয়ার মেডিসিন যন্ত্রপাতির মেরামত ও রক্ষনাবেক্ষনের কার্যক্রম পরিচালনা করেন ।
* সকল নিউক্লিয়ার মেডিসিন যন্ত্রপাতির বর্তমান ও পূর্বাবস্থার প্রতিবেদন তৈরি করেন ।
* নতুন নিউক্লিয়ার মেডিসিন যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে Technical Specification প্রস্তুত করেন ।
* নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং এর মান নিয়ন্ত্রণ ও বিশ্লেষন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করা ।
* মেডিকেল ফিজিক্স সংক্রান্ত সকল ধরনের প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজী বিভাগের এম এস প্রোগ্রামের শিক্ষার্থীদের এক মাসের ইন্টার্ণশীপ প্রোগ্রাম পরিচালনা করেন ।


অত্র বিভাগের অধীনে বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তা সকল ধরনের বিকিরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন । কার্যক্রমসমূহ --


* রোগী, রোগীর সহকারী/ পরিচর্যা কারী এবং বিকিরণ কর্মীর বিকিরণ থেকে সুরক্ষা প্রদান নিশ্চিত করা ।
* তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ ব্যবহারে বিকিরণ কর্মীদের নিয়মিত সুপারভিশন ও প্রশিক্ষণ প্রদান করা ।
* বিকিরণ কর্মীদের টিএলডি ব্যাজ প্রদান, নিয়মিত পর্যাবেক্ষন, এবং বিকিরণ কর্মীর Absorbed Dose Data সংরক্ষণ করা ।
* তেজস্ক্রিয় বর্জ্যের ব্যবস্থাপনা পরিচালনা করা ।
* বিকিরণ সংক্রান্ত সেফ্‌টি প্রোটোকল যেমন বর্জ্য ব্যবস্থাপনা প্রোটোকল , ইমার্জেন্সি প্রোটোকল ইত্যাদি তৈরি করা ।
* তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার এবং বিকিরণ সংক্রান্ত কার্যক্রমের জন্য ইনস্টিটিউট এর লাইসেন্স সংশ্লিস্ট সকল কার্যক্রম নিয়মিত সম্পন্ন করা ।